ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপিকে আ.লীগের কাছ থেকে আন্দোলন শিখতে হবে: নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১
বিএনপিকে আ.লীগের কাছ থেকে আন্দোলন শিখতে হবে: নাসিম

ঢাকা: বিরোধী দল বিএনপিকে আওয়ামী লীগের কাছ থেকে আন্দোলন শিখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর পল্টনস্থ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে গণতান্ত্রিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আন্দোলন সফল করতে হলে দলে ভালো কিছু লোক থাকতে হয়। আপনার দলে এরকম লোকজনের অভাব আছে। ’

তিনি আরও বলেন, ‘আমাদের ভুলত্রুটি থাকলে তা সংসদে এসে তুলে ধরুন। ঝড় তুলুন। রাজপথ থেকে আন্দোলন করে কোনো লাভ হবে না। ’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন ‘গতকাল (বুধবার) আপনি বললেন-পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। আবার আজ (বৃহস্পতিবার) বললেন কারচুপি হয়েছে। জিতলেই বলবেন-নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। আর হারলে বলবেন উল্টোটা-তা হবে না। ’

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ প্রভাব বিস্তার করেনি। এটা ফলাফল দেখলেই বোঝা যায়। ইতিহাসে স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের নজির নেই। আমরা তা করেছি। ’

তিনি আরো বলেন, ‘বিদ্যুৎ সঙ্কট নিরসন ও ফাইওভার নির্মাণ করে রাজধানীর যানজট দূর করা হবে। একই সঙ্গে ২০১৪ সালের মধ্যে দেশকে সম্মৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করছে। ’

গণতান্ত্রিক ফাউন্ডেশনের আহ্বায়ক কামাল হোসেন মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সহ-সভাপতি ইয়াকুব আলী শিকদার, শেখ রাসেল ক্রীড়াচক্রের সহ-সভাপতি আবুল কাশেম, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।