ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পৌরনির্বাচন

ভোলায় ভোট দিতে পারছেন না ২৬ কারাবন্দি

ছোটন সাহা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১

ভোলা:  ভোলার পৌরনির্বাচনে এবার জেলা কারাগারে আটক ২৬ জন বন্দি ভোট দিতে পারছেন না।  

আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য জেলার ৫ পৌরসভার নির্বাচনের আগে মুক্তি পাওয়ার সম্ভাবনা না থাকায় তারা ভোট দিতে পারবেন না বলে কারাগার সূত্রে জানা গেছে।



এবিষয়ে ভোলা জেলা কারাগারের জেলার আবু মোতালেব বাংলানিউজকে জানান, ‘ভোলা জেলা কারাগারে বিভিন্ন মেয়াদে হাজতি ও কয়েদি মিলে মোট বন্দির সংখ্যা ৩৪৯ জন। এদের মধ্যে নারীবন্দি ১৩ জন। ’

তিনি বলেন, ‘মোট কয়েদির মধ্যে জেলার বিভিন্ন উপজেলার ২৬ জন কয়েদি রয়েছেন, যারা পৌর এলাকার বাসিন্দা। এদের বাড়ি ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশন উপজেলায়। নির্বাচনের আগে এ সকল বন্দি ভোটারদের মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম। যার ফলে, তারা নির্বাচনের দিন ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। ’

এদিকে, প্রার্থীরা মনে করছেন, ‘পৌরনির্বাচনে বন্দি এ সকল ২৬ ভোটারের ভোটও প্রার্থীদের জন্য “ফ্যাক্টর” হয়ে দাঁড়াতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।