ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জোট আমলে এ দেশ জঙ্গিবাদের দেশ হিসেবে দুর্নাম কুড়িয়েছে- তথ্যমন্ত্রী

মোস্তাফিজুর রহমান উজ্জল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১

সাতক্ষীরা: তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, ‘অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটিয়ে বাংলাদেশকে বিদেশের কাছে আরো পরিচিত করে তুলতে হবে। ’

বাংলাদেশ জঙ্গিবাদ ও মৌলবাদের দেশ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম।

অথচ ৪ দলীয় জোট সরকার আমলে এ দেশ জঙ্গিবাদের দেশ হিসেবে বহির্বিশ্বে দুর্নাম কুড়িয়েছে। ’

শনিবার দুপুর আড়াইটায় সাতীরা ফ্রেন্ডস ড্রামেটিক কাবের ৩ দিন ব্যাপী শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানের শেষদিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতির আহ্বানে সংস্কৃতি-কর্মীরা অতীতে সব গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সকল প্রগতিশীল আন্দোলনে সংস্কৃতি-কর্মীরা বাঙালি জাতিকে জাগরিত করেছেন। ’

তিনি আরো বলেন, ‘হাজার বছরের অসাম্প্রদায়িক সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে সকলকে কাজ করতে হবে। ’

সাতক্ষীরার জেলা প্রশাসক ও ফ্রেন্ডস ড্রামেটিক কাবের সভাপতি মো. আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান এমপি, সাবেক সংসদ সদস্য মনসুর আহমেদ ফ্রেন্ডস ড্রামেটিক কাবের সম্পাদক ছাইফুল করিম সাবু, শেখ নিজামউদ্দীন প্রমুখ।

রবীন্দ্রনাথের গান এক সময়ে বাংলাদেশে প্রচার করা যেতো না উল্লেখ করে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশে রবীন্দ্রনাথের “আমার সোনার বাংলা” গান আমাদের জাতীয় সংগীত হিসেবে আমাদের সংস্কৃতিকে সম্মানিত করেছে। ’
 
বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহ্বান জানিয়ে মন্ত্রী বাইরে রাজনৈতিক শালীনতা বজায় রেখে কথা বলারও অনুরোধ জানান।

অনুষ্ঠানে মন্ত্রী সংস্কৃতি ও ক্রীড়ায় অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে ক্রেস্ট তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।