ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকারের ভাটার টান শুরু হয়ে গেছে: জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১

ঢাকা: সরকারের ভাটার টান শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর জামায়াত কার্যালয় চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।



আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের গত ২ বছরের শাসনামলে ব্যর্থতা তুলে ধরতে ঢাকা মহানগর জামায়াত এ সমাবেশ আয়োজন করে।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘দ্র্ব্য মূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলার উন্নতি, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও দারিদ্র্য দূরীকরণ-এ পাঁচটি বিষয়কে অগ্রাাধিকার ভিত্তিতে সমাধানের ওয়াদা দিয়ে মহাজোট সরকার ক্ষমতায় এসেছিল। কিন্তু গত দুই বছরে সরকার তার একটি ওয়াদাও রক্ষা করতে পারেনি। এ কারণে সরকারের ভাটার টান শুরু হয়েছে। ’

তিন বলেন, ‘২০১১ সাল হবে সরকারের ভাটার টান। আর বিরোধী দলের উজানের টান। বিরোধী দলের এই উজানের টান ও আন্দোলনে সরকার হয় মধ্যবর্তী নির্বান দেবে, না হয় পদত্যাগ করতে বাধ্য হবে। ’

এ সময় তিনি হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়ারও হুমকি দেন।

আজহারুল বলেন, ‘এ সরকার অতীত ও ভবিষ্যতের সরকার। এরা ৪০ বছর আগের স্মৃতি রোমন্থন ও ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান নিয়ে পড়ে আছে। এসব ধোঁকাবাজি বাদ না দিলে ও বিরোধী দলের ওপর দমন পীড়ন বন্ধ না করলে আগামীতে হরতালে  মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। ’

তিনি বলেন, ‘সরকারকে ২০১৩ সাল পর্যন্ত দেশে চালাবার দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২১ সাল নিয়ে কথা বলার অধিকার তাদের (সরকার) কে দিয়েছে?

তিনি আরও বলেন, ‘ ’৭১-এ জামায়াতে ইসলামী যুদ্ধ করেনি। মুক্তিবাহিনী যুদ্ধ করেছে পাক সেনাদের বিরুদ্ধে। জামায়াত বা মুসলীম লীগের বিরুদ্ধে নয়। তাহলে জামায়াতের শীর্ষ নেতারা কেন যুদ্ধাপরাধী হতে যাবেন?’

সরকারের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করতে পারেÑএ ভয়েই জামায়াতের শীর্ষ নেতাদের মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন আজহারুল ইসলাম।

ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হামিদুর রহমান আযাদ এমপি’র সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দীন কর্মপরিষদ সদস্য আব্দুল হালিম প্রমুখ।
 

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।