ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পৌর নির্বাচন নিয়ে বিরোধীদল মিথ্যাচার করছে- শেখ সেলিম

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১
পৌর নির্বাচন নিয়ে বিরোধীদল মিথ্যাচার করছে- শেখ সেলিম

গোপালগঞ্জ: আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘সরকার পৌর নির্বাচনকে প্রভাবিত করছে বলে বিরোধীদল  মিথ্যাচার করছে। ’

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ শহরের মরা মধুমতি নদীর ওপর প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ৪০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।



শেখ সেলিম বলেন, ‘মিথ্যাচারের জন্য গত নির্বাচনে তারা পরাজিত হয়েছে। আসন্ন নির্বাচনেও তারা পরাজিত হবে। কারণ মিথ্যা চিরস্থায়ী হয় না। পৌর নির্বাচন সুষ্ঠু নিরপে ও স্বচ্ছ হবে। এ নির্বাচনে সরকার কোনও  হস্তপে করবে না। জনগণ যাকে ভোট দেবে তিনিই নির্বাচিত হবেন। ’

তিনি জানান, সরকার দলীয় কেউ পৌর নির্বাচনে আইন-শৃংখলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘পৌর নির্বাচনে দলীয়ভাবে কাউকে মনোয়নয়ন দেওয়ার বিধান নেই’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘স্থানীয় ভাবে কোনও প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়া হতে পারে। তবে গোপালগঞ্জের ৩ টি  পৌরসভায় মেয়র পদে কোনও প্রার্থীকে সমর্থন দেওয়া হয়নি। এসব পৌর সভার মেয়র প্রার্থীর প্রায় সবাই-ই আমাদের লোক। গোপালগঞ্জবাসী ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবে। ’
    
উল্লেখ্য, মরা মধুমতি নদী খনন,  পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্পের আওতায় এলজিইডি ও গোপালগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে ব্রিজটি নির্মাণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।