ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিরোধী দলকে ঘায়েল করা ছাড়া সরকারের সাফল্য নেই: এমকে আনোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১
বিরোধী দলকে ঘায়েল করা ছাড়া সরকারের সাফল্য নেই: এমকে আনোয়ার

ঢাকা: বিরোধী দলকে ঘায়েল করা ছাড়া গত দুই বছরে সরকারের কোনো সাফল্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসকাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত ‘মহাজোট সরকারের ২ বছর: সংকটের আবর্তে বাংলাদেশ, আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।



এমকে আনোয়ার বলেন, ‘সরকার গত দুই বছরে জনগণের কোনো সমস্যা সমাধান করতে পারেনি। তাদের প্রধান টার্গেট ছিল বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাদের চরিত্র হনন করা। ’

সরকারের কথার সঙ্গে কাজের মিল নেই বলে মন্তব্য করে এমকে আনোয়ার বলেন, ‘প্রধানমন্ত্রী পুলিশকে বলছেন আসামি ধরার সময় মানবাধিকার যেন লংঘন করা না হয়। অন্যদিকে বিরোধী দলের নেতাদের ধরে জেলে পুরছেন। তার কোন কথায় আমরা বিশ্বাস করব?’

তিনি বলেন, ‘সরকার ক্ষমতায় আসার পর ৬ হাজার ৭ শ’ মামলা প্রত্যাহার করেছে। এর মধ্যে অন্তত ৫২টি আছে ডাকাতি মামলা। প্রধানমন্ত্রীর ১২টি মামলাও প্রত্যাহার করা হয়েছে। প্রায় দেড় লাখ আসামিকে ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রী কীভাবে  দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। ’

মানুষকে ধোঁকা দেওয়ার যত রকম ফন্দি ফিকির আছে সবই সরকার করেছে উল্লেখ করে এমকে আনোয়ার বলেন, ‘গত এক বছরে তারা ১৪টি বিদ্যুৎকেন্দ্র থেকে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। দিনকে রাত, রাতকে দিন বানিয়ে ও স্যুট-প্যান্ট পরা কমিয়ে দিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টা করেছে। ’

ইয়ূথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিএনপির চেয়ার পারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, ইসলামী ঐকজোটের (একাংশ) মহাসচিব আব্দুল লতিফ নেজামী, এনপিপি’র চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, বাংলাদেশ ন্যাপের  চেয়ারম্যান জেবেল রহমান গাণি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।