ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

চীনা রাষ্ট্রদূতের নৈশভোজে খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১
চীনা রাষ্ট্রদূতের নৈশভোজে খালেদা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জিয়ানের আমন্ত্রণে বুধবার রাতে বারিধারাস্থ তার চীনা দূতাবাসের বাসায় নৈশভোজে অংশ নিয়েছেন।

রাত পৌনে ৮টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চীনা রাষ্ট্রদূতের বাসায় যান।

প্রায় দেড় ঘণ্টা সেখানে অবস্থান করেন তিনি।

গত বছরের ১৮ থেকে ২৪ ডিসেম্বর চীন সফর শেষে দেশে ফেরার পর খালেদা জিয়াকে নৈশভোজের আমন্ত্রণ জানান চীনা রাষ্ট্রদূত।

খালেদা জিয়ার সম্মতি পেলে বুধবার নৈশভোজের আয়োজন করেন চীনা  রাষ্ট্রদূত ঝাং জিয়ান।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য  লে. জে (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।