ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পৌর নির্বাচন:

আইনশৃঙ্খলা ইস্যুতে ইসি-বিএনপি বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১

ঢাকা: পৌর নির্বাচনে আইনশৃঙ্খলা ইস্যু নিয়ে বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেল তিনটায় শুরু হওয়া এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করা হয়।

বৈঠক শেষে এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, ‘আসন্ন পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েন করা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না বলেই আমরা মনে করছি। এরই মধ্যে প্রশাসন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। ’

অবশ্য সিইসি ড. এ টি এম শামসুল হুদা বলেছেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) কমিশনের বৈঠকে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত হবে। কমিশন যেখানে প্রয়োজন মনে করবে শুধু সেখানেই সেনা মোতায়েন করা হবে। ’

এম কে আনোয়ার ছাড়াও বিএনপির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, রুহুল কবির আহমেদ রিজভী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।

এ সময় নির্বাচন কমিশনার ছহুল হোসাইনসহ কমিশনসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।