ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আচরণবিধি লঙ্ঘন :

জয়পুরহাটে মেয়রপ্রার্থীসহ আটক ৪, জরিমানা দিয়ে মুক্ত

মাজেদ রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১

জয়পুরহাট : পৌর নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে জয়পুরহাটের কালাইয়ে মেয়রপ্রার্থী, আ. লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যানসহ ৪ জনকে আটক করে জরিমানা করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার হালিমুল আলম জন, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সদস্য মিনফুজুর রহমান মিলন, পুনট ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির ও মেয়রপ্রার্থী মামুনুর রশিদ।



আওয়ামী লীগের বিদ্রোহী মেয়রপ্রার্থী মামুনুর রশিদ সরদারের পক্ষে শোডাউন করার সময় বুধবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করে।

পরে দোষ স্বীকার করায় ২০ হাজার টাকা জরিমানা করে বেলা একটার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।
 
ভ্রাম্যমাণ আদালতের প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম বাংলানিউজকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের আটক করে উপজেলা পরিষদে আনা হয়। পরে তারা দোষ স্বীকার করায় ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। ’

বাংলাদেশ সময় : ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।