ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সংসদ সার্বভৌম নয়: সমর্থন জানালেন মওদুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১
সংসদ সার্বভৌম নয়: সমর্থন জানালেন মওদুদ

ঢাকা: সংসদ সার্বভৌম নয় সুপ্রিম কোর্টের এ বক্তব্যকে সমর্থন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

তিনি বলেন, এ বক্তব্যের পেছনে অন্তর্নিহিত কারণ আছে।

এটি সরকারে জন্য বড় চ্যালেঞ্জ।

সেইসঙ্গে ‘সংসদ সার্বভৌম’ বলে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত যে দাবি করেছেন, সে দাবি প্রমাণে তার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মওদুদ আহমেদ।

সুরঞ্জিতের উদ্দেশে তিনি বলেন, ‘সংসদ কীভাবে সার্বভৌম তা প্রমাণ করে দেখান। ’

বুধবার দুপুরে জাতীয় প্রেসকাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘মহাজোট সরকারের দুই বছর: প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

সরকারের স্বৈরাচারী মনোভাব গণতন্ত্রের প্রতিটি স্তম্ভকে ধ্বংস করছে অভিযোগ করে মওদুদ বলেন, ‘সরকার একদলীয়ভাবে সংসদ চালাচ্ছে। আইন পাস করছে। পাস করছে বাজেট। এখন যদি সুপ্রিম কোর্ট বলে সংসদ সার্বভৌম নয়, তাহলে সরকার প্রমাণ করে দেখাক সংসদ কীভাবে সার্বভৌম। ’

গত দুই বছরে মানবাধিকার, নির্বাচন ও দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারেনি বলেও অভিযোগ করেন মওদুদ।

তিনি বলেন, ‘ভারতের চেয়ে আমাদের নির্বচন কমিশন অনেক স্বাধীন। নির্বাচন কমিশনকে এ স্বাধীনতা দিয়েছে আমাদের সংবিধান। কিন্তু ভারতের নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীকে তলব করতে পারলেও আমাদের সরকারের স্বৈরাচারী মনোভাবের কারণে বারবার ঘোষণার পরও ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন দিতে পারছে না নির্বাচন কমিশন। ’

ড. ইউনূস প্রসঙ্গে মওদুদ বলেন, ‘এ সরকারের কাছ থেকে আমরা যেমন সুশাসনের পরিবর্তে কুশাসন পেয়েছি, ঠিক তেমনি পেয়েছি কুশিক্ষা। রাজনীতিবিদদের কাছ থেকে জনগণ গুণীজনদের সম্মান করতে শেখে। কিন্তু এ সরকার গুণীজনদের অসম্মান করার শিক্ষা দিচ্ছে। ’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গত দুই বছর ধরে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করে সকল রাজনৈতিক প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। ’

তিনি বলেন, ‘বাংলাদেশকে নয়া সাম্ররাজ্যবাদ ও আধিপত্যবাদের বাজারে পরিণত করতে সরকার দেশের অর্থনীতিকে ধ্বংসের পাঁয়তারা করছে। গত দুই বছরে ৪ শ’ ১৯ টি গার্মেন্টস কারখানায় আগুন লাগানো হয়েছে অথবা ভাঙচুর করা হয়েছে। বিতর্কিত করা হয়েছে টিআইবি ও সুজন’র মতো প্রতিষ্ঠানগুলোকে। ’

বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেন, ‘গত পরশু হাইকোর্টের বিচারকরা বলেছেন, আমাদের জাতীয় সংসদ সার্বভৌম নয়। জাতীয় সংসদ যদি সার্বভৌম না হয় তাহলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচন দিন। ’

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ্’র সভাপতিত্বে আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুব উল্লাহ, বিএনপি’র অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।