ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে হরতাল: খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে হরতাল: খালেদা

ঢাকা: শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে যুবদলের ৩২ বছরে পদার্পন উপলক্ষ্যে ‘অঙ্গীকার’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন-পূর্ব বক্তব্যে তিনি এ কথা বলেন।

একই সঙ্গে সরকারের অত্যাচার-জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি সফল করতে যুবদলকে আরো সুসংহত ও শক্তিশালী  হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির পদধারী নেতাদেরও সতর্ক করে দিয়েছেন তিনি।

ব্যর্থ নেতাদের সরিয়ে দেওয়া হবে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘যুবদলসহ বিএনপির পদধারী নেতারা সংগঠনকে শক্তিশালী ও বেগবান করতে কাজ না করে ঘরে বসে থাকলে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। তৈরি করা হবে নতুন নেতৃত্ব। যারা দায়িত্ব সঠিকভাবে পালন করবে তাদের দায়িত্ব দেওয়া হবে। ’

নবনির্বাচিত যুবদল নেতাদের তিনি বলেন, ‘শুধু ছবি তুললে আর চেহারা দেখালে হবে না। যুবদলকে একটি শক্তিশালী দল হিসেবে দেখতে চাই। দেশে চলমান সরকারবিরোধী আন্দোলন সফল করতে যুবদলকে আগের মতো শক্তিশালী করতে হবে। ’

সরকারকে হুঁশিয়ার করে বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হলে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। ’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘দেশের অবস্থা ভালো নেই। মানুষ আজ শান্তিতে ও নিরাপদে নেই। ১৯৭২-৭৫ এর মতো ঘর থেকে ধরে নিয়ে মানুষ খুন ও গুম করা হচ্ছে। ’

এছাড়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ভারতের সঙ্গে করা বিভিন্ন চুক্তি, সীমান্তে বিএসএফের বাংলাদেশি নাগরিক হত্যা ও ভূমি দখল ইত্যাদি প্রসঙ্গও উঠে আসে বিএনপি প্রধানের বক্তব্যে।

যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

এর আগে যুবদলের সিনিয়র নেতাদের বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

পরে খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে যুবদলের প্রকাশিত ‘অঙ্গীকার’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।