ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জাহেদ আলী চৌধুরীর মরদেহ দেখতে স্কয়ার হাসপাতালে খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
জাহেদ আলী চৌধুরীর মরদেহ দেখতে স্কয়ার হাসপাতালে খালেদা

ঢাকা: জাতীয় সংসদের সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর মরদেহ দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার রাত ৮টা ২৫ মিনিটে তিনি স্কয়ার হাসপাতালে যান।

৮ টা ৩০ মিনিটে জাহেদ আলী চৌধুরীর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

তিনি কিছুক্ষণ জাহেদ আলীর মরদেহের পাশে দাঁড়িয়ে থাকেন ও মরহুমের আত্মীয়-স্বজনষো সান্ত্বনা দেন।

বিএনপির চেয়ারপারসনের সঙ্গে স্কয়ার হাসপাতালে উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা, বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, বিএনপি’র অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

এর আগে মরুহুম জাহেদ আলীর বাসাবোর বাসভবন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জাহেদ আলী চৌধুরীর মরদেহ স্কয়ার হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।

বুধবার শেরপুরের নকলায় তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হবে।

জাহেদ আলী চৌধুরী মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে মারা যান।

তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসন থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি বিএনপির বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।