ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

চুয়াডাঙ্গায় হিযবুত তওহীদের ১১ সদস্য গ্রেপ্তার: সিডি-লিফলেট-জিহাদি বই উদ্ধার

বিপুল আশরাফ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
চুয়াডাঙ্গায় হিযবুত তওহীদের ১১ সদস্য গ্রেপ্তার: সিডি-লিফলেট-জিহাদি বই উদ্ধার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মঙ্গলবার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে হিযবুত তওহীদের ১১ সদস্যকে  গ্রেপ্তার করেছে পুলিশ।
 
এ সময় তাদের কাছ থেকে ১৮টি ‘দাজ্জাল’ বই, ১৬টি ভিডিও সিডি, ১১টি ইসলামী জিহাদি বই ও ৭০টি লিফলেট উদ্ধার করা হয়।



মঙ্গলবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন জাহিদুল ইসলাম (২৭), মিরাজুল ইসলাম (৪০), নবিছুদ্দিন (৪০), আকাবুল (২৮), নাজিমউদ্দিন (৪০), হাসমত উল্লাহ (১৯), শরিফুল (৩৭), আওলাদ (২৮), শাহ আলম (৪০), বেলাল (২০) ও শামিম হোসেন (২৮)। তাদের সবার বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় হিযবুত তওহীদের কিছু সদস্য বেশ কিছুদিন ধরে গোপনে সদস্য সংগ্রহ করে আসছিল। মঙ্গলবার গোপন সংবাদ পেয়ে চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে সরোজগঞ্জ বাজার থেকে আরো ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাজমুল হক বাংলানিউজকে জানান, গ্রেপ্তাররা হিযবুত তওহীদের সক্রিয় সদস্য।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।