ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

ইসলামী আইন বাস্তবায়ন ছাড়া বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব টিকবে না: আমিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১

ঢাকা: ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর ও ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান ফজলুল হক আমিনী বলেছেন, ‘ইসলামী আইন বাস্তবায়ন ছাড়া বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব টিকে থাকবে না। তাই ইসলামী আইন বাস্তবায়নে সংগ্রামে উলামা মাশায়েখ ও দ্বীনদারদের এগিয়ে আসা প্রয়োজন।



মঙ্গলবার সন্ধ্যায় লালবাগস্থ ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নির্বাহী কমিটির এক জরুরি সভায় আমিনী একথা বলেন।

বৈঠকে টঙ্গীতে অনুষ্ঠেয় বিশ্ব এজতেমার কারণে আগামী ২৪ জানুয়ারির পরিবর্তে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির জাতীয় উলামা মাশায়েখ ও প্রতিনিধি সম্মেলন ১৩ ফেব্রুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আমিনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-কমিটির নায়েবে আমীর আব্দুল লতিফ নেজামী, জামেয়া মোহাম্মদীয়ার প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, ইসলামবাগ মাদ্রাসার প্রিন্সিপাল মনজুরুল ইসলাম, খেলাফত মজলিসের যুগ্নমহাসচিব মাওলানা শফিক উদ্দীন, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্নমহাসচিব শেখ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতী ফয়জুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।