ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক: পৌর নির্বাচন নিয়ে আলোচনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক: পৌর নির্বাচন নিয়ে আলোচনা

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচন, দলের জেলা কমিটি, দেশের বর্তমান পরিস্থিতি ও আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা করেছেন বিএনপির সিনিয়র নেতারা।

গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এসব বিষয় নিয়ে আলোচনা করেন।



বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আসম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান, সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সরোয়ার এমপি, নজরুল ইসলাম মন্জু এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিষয় নিয়েও আলোচনা হয়।

বৈঠক সম্পর্কে দলের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সরোয়ার এমপি বাংলানিউজকে বলেন, ‘পৌর নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। পৌর নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের ত্রাস, আইনশৃংখলার অবনতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ’
 
যশোরসহ বিভিন্ন এলাকার উদাহরণ টেনে তিনি বলেন, ‘বিভিন্ন স্থানে আমাদের সমর্থিত প্রার্থীদের বাধা দেওয়া হচ্ছে। তাদের ওপর হামলা চালানো হচ্ছে। ভেড়ামারায় আমাদের কর্মীকে কুপিয়ে আহত করা হয়েছে। এসব বিষয় নিয়ে আমরা উদ্বিগ্ন। ’
 
তিনি বলেন, ‘আমরা সকল বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করেছি। তবে এ ব্যাপারে কোনো পদপে নেওয়া হচ্ছে না। আশা করি নির্বাচন কমিশন এসব বিষয় গুরুত্ব সহকারে দেখবে। ’

সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতির জন্য পদপে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সরোয়ার বলেন, ‘বিএনপির প থেকে সুষ্ঠু নির্বাচনের লে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশন কি পদপে নেয় আমরা তা দেখার অপোয় আছি। ’

তিনি বলেন, ‘দেশের সকল বিভাগীয় পর্যায়ে আমাদের সমন্বয় কমিটি আছে। এই কমিটি পৌর নির্বাচন মনিটরিং করছে। নির্বাচনে যে কোনো ধরনের সমস্য দেখা দিলে এই কমিটি তা অবহিত করবে। ’
 
তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনকে দলের প থেকে সর্তক করছি। নির্বাচন সুষ্ঠু না হলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।