ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী: আত্মসমালোচনার মাধ্যমে পরিশুদ্ধ হতে ওবায়দুল কাদেরের আহ্বান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী: আত্মসমালোচনার মাধ্যমে পরিশুদ্ধ হতে ওবায়দুল কাদেরের আহ্বান

ঢাকা: আত্মসমালোচনার মাধ্যমে ছাত্রলীগ নেতা-কর্মীদের পরিশুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের সাবেক সভাপতি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এমপি।

বাংলাদেশ ছাত্রলীগের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।



দুপুর একটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারাজেয় বাংলার পাদদেশে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় ও ছাত্রলীগের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যায় না। অন্ধকার দূর করতে হলে আলোর প্রয়োজন। গুটিকয়েক কর্মীর অপকর্মের জন্য ছাত্রলীগের গৌরবোজ্জল অতীত ইতিহাস কলঙ্কিত হতে পারে না। আত্মসমালোচনার মাধ্যমে ছাত্রলীগকে পরিশুদ্ধ হতে হবে। ’

ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগ নেতা-কর্মীদের মেধা ও চরিত্র দিয়ে নিজেদের আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে যাতে মেধাবীরা রাজনীতিতে আসতে পারে। ’

বর্তমান ছাত্র রাজনীতির অস্থিতিশীল পরিবেশের জন্য তিনি ছাত্র সংসদ নির্বাচন না হওয়াকে দায়ী করেন।

অবিলম্বে ঢাবি ছাত্রসংসদের নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতির সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এই নেতা।

অনুষ্ঠানে ছাত্রলীগের বর্তমান সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেলুন এবং শান্তির পায়রা উড়ানো হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অপরাজেয় বাংলা থেকে বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় ছাত্রলীগ ঢাবি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ইউনিটের নেতারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।