ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

রাশেদ খান মেননের চোখে অস্ত্রোপচার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
রাশেদ খান মেননের চোখে অস্ত্রোপচার

ঢাকা: মহাজোট সরকারের অন্যতম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও শিা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননের চোখে সোমবার অস্ত্রোপচার হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে সোমবার বিকেলে তার ডান চোখে এ অস্ত্রোপচার হয়।



ওয়ার্কার্স পার্টির একটি সূত্র জানায়, রাশেদ খান মেনন কয়েক দিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। অস্ত্রোপচারের পর মেনন এখন তার নিজ বাড়িতে অবস্থান করছেন। আগামী সাতদিন তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।  

এদিকে সোমবার ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সভাপতির অনুপস্থিতির জন্য পরবর্তী ৭ দিন সভাপতির বিভিন্ন কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।