ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

শোক দিবসের অনুষ্ঠানে চার ভাগে বিভক্ত চট্টগ্রাম আওয়ামী লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামে চার নেতার নেতৃত্বে চার ভাগে বিভক্ত হয়ে আলাদা-আলাদা কর্মসূচি পালন করছে নগর আওয়ামীলীগ।

নগর আওয়ামী লীগের ব্যানারে আলাদা-আলাদা কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সাবেক মেয়র ও নগর কমিটির সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, নগরীর কোতয়ালী আসনের সাংসদ নূরুল ইসলাম বিএসসি, বন্দর আসনের সাংসদ এমএ লতিফ এবং ছাত্রলীগের সাবেক প্রভাবশালী নেতা আ জ ম নাছির উদ্দিন।



মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে সকালে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্থানীয় মসজিতে মিলাদ এবং মুসলিম ইনস্টিটিউট হলে আলোচনা সভার আয়োজন করা হয়।

নূরুল ইসলাম বিএসসি নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশের আয়োজন করেছেন।

এমএ লতিফ আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘরের সামনে বিকেলে মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করেছেন।

এছাড়া আ জ ম নাছিরউদ্দিনের নেতৃত্বাধীন নেতা-কর্মীরা বেলা ১২টায় চট্টগ্রাম প্রেসকাবের সামনে বঙ্গবন্ধুর পলাতক খুনীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে।

এ বিষয়ে জানতে চাইলে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিউদ্দিনপন্থী নেতা ইনামুল হক দানু বলেন, ‘যারা কমিটিতে আছেন, তারা সর্বসম্মতভাবে জাতীয় শোক দিবসের কর্মসূচি গ্রহণ করেছেন। বিচ্ছিন্নভাবে কেউ কর্মসূচি পালন করলে সেটার দায়ভার তার নিজের। ’

একই বিষয়ে সাংসদ নূরুল ইসলাম বিএসসি বলেন, ‘নগর আওয়ামী লীগের সব থানা ও ওয়ার্ড কমিটির নেতা-কর্মীরা মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করছি। তৃণমূল নেতাদের বাদ দিয়ে কেউ কর্মসূচি পালন করলে সেটার দায়ভার তাদেরকেই বহন করতে হবে। ’

সাংসদ এমএ লতিফ বলেন, ‘জাতীয় শোকদিবস উপলক্ষ্যে আমি প্রচলিত রীতির বাইরে গিয়ে কাঙালি ভোজের আয়োজন করেছি। অন্যরা যেসব কর্মসূচি পালন করছে সেগুলোর দিন শেষ হয়ে গেছে। ’

বাংলাদেশ সময়:১৪১৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।