ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

তারেক-মামুনের মানি লন্ডারিং মামলায় অভিযোগপত্র দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১০
তারেক-মামুনের মানি লন্ডারিং মামলায় অভিযোগপত্র দাখিল

ঢাকা: বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ও খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়েছে।

মঙ্গলবার দুপুর পৌনে ১টায় মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের(দুদক) সহকারী পরিচালক মো: ইব্রাহিম এ অভিযোগপত্র দাখিল করেন।



ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক কণিকা বিশ্বাস ‘অভিযোগপত্র দেখিলাম’ মন্তব্য লিখে স্বাক্ষর করে মুখ্য মহানগর হাকিমের কাছে পাঠান।

২০০৯ সালের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো: ইব্রাহিম বাদি হয়ে সেনানিবাস থানায় এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুন অবৈধভাবে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা বিদেশে পাচার করে মানি লন্ডারিং আইন ২০০৯-এর ২(ট)-এর (আ) (ই) এবং ৪(২) ধারায় অপরাধ করেছেন।

এ মামলায় মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।

গিয়াসউদ্দিন আল মামুন জেল হাজতে এবং তারেক রহমান প্যারোলে মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে আছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।