ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বারডেমের বাথরুমে জ্ঞান হারিয়ে আইসিইউতে আব্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, জুলাই ৫, ২০১০

ঢাকা : বাথরুমে মাথা ঘুরে পড়ে জ্ঞান হারনোর পর বারডেমে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসকে আবারো ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে মির্জা আব্বাসের চাচাতো ভাই মির্জা আরিফ জানান, বিকেল ৪টা ১৬ মিনিটে বাথরুমে জ্ঞান হারানোর পর মির্জা আব্বাসকে আইসিইউতে ভর্তি করা হয়।

তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, ২৭ জুনের হরতালে গাড়ি পোড়ানোর অপরাধে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত শনিবার তাকে বারডেমে ভর্তি করা হয়। এর পর থেকে বারডেমের ১১ তলার ১১ নম্বর কেবিনে তার চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময় ১৬৫০ ঘণ্টা, ৫ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।