ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মাহমুদুরের জামিনের মেয়াদ চার মাস বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, জুলাই ৫, ২০১০

ঢাকা: দৈনিক আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিনের মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়েছে।

সোমবার বিচারপতি মো. দস্তগীর হোসেন এবং বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।



চারটি পৃথক মানহানির মামলায় মাহমুদুর রহমানের এ জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।

এর আগে আদালত তাকে তিন মাসের জামিন দিয়েছিল। জামিনের মেয়াদ আজ শেষ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মাহমুদুর রহমানের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের আবেদনে এ আদেশ দেওয়া হয়।

সরকার পক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।

দৈনিক আমার দেশে ‘চেম্বার্স জজ মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হওয়ার পর গত ২ জুন পত্রিকাটির সম্পাদকসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হয়।

আজ সোমবার প্রধান বিচারপতি মো. ফজলুল করিমের নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী কাল এ রুলের শুনানি হবে বলে আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad