ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

এখনো সহযোগিতা করতে চাই: সরকারকে দেলোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১০
এখনো সহযোগিতা করতে চাই: সরকারকে দেলোয়ার

ঢাকা : সরকারকে গণতন্ত্রমুখী হওয়ার আহবান জানিয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, ‘গণতন্ত্রের পথে আসুন। আমরা এখনো সহযোগিতা করতে চাই।



দলের ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপির মুক্তি দাবিতে রোববার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্যাতন দমন করে আন্দোলন থামাতে পারবেন না। গণরোষ থেকে বাঁচতে পারবেন না। আইয়ুব এরশাদ কেউই জোর করে ক্ষমতায় থাকতে পারেননি। এখনো আপনারা স্বৈরশাসন প্রতিষ্ঠা করতে চান। কিন্তু জনগণ তা করতে দেবে না। ’

ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্মমহাসচিব আমান উল্লাহ আমান ও রুহুল কবীর রিজভী, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ফজলুল হক মিলন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম আলীম প্রমুখ বক্তব্য রাখেন।

খোন্দকার দেলোয়ার বলেন, ‘হরতাল ঠেকাতে এমন কাজ নেই যা আপনারা করেননি। কিন্তু ব্যর্থ হয়েছেন। ’

সংসদে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মিথ্যা বক্তব্য রাখছেন বলে অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘হরতালে নাকি বিএনপি ধ্বংসাত্মক কাজ করছে। কিন্তু রাস্তায় যুবলীগ-ছাত্রলীগ ও পুলিশ যে তাণ্ডব চালিয়েছে দেশবাসী তা দেখেছে। ’

একজন মুসলমান অন্য কোন মুসলমানকে পুড়িয়ে মারতে পারে না বলে শেখ হাসিনা  যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘মুসলমান কেনো কোনো মানুষই অন্য কাউকে পুড়িয়ে মারতে পারেন না। ’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে শাহবাগের মোড়ে গাড়িতে আগুন দিয়ে আপনার ১৩ জনকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে। ’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসভবন ছাড়ার যে আহবান শেখ হাসিনা জানিয়েছেন তার প্রতিবাদে বিএনপি মহাসচিব বলেন, ‘গণভবন লিখে নিয়ে রাখতে পারেননি। এজন্য কি আপনার মনে তুষের আগুন জ্বলছে? ’

বাংলাদেশ সময় ১৯৫০ ঘণ্টা, ৪ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।