ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আবারো রিমান্ডে শমসের মবিন

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

ঢাকা: সাবেক পররাষ্ট্র সচিব,বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরীকে আবারো এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন এ রিমান্ড মঞ্জুর করেন।



২৭ জুন হরতালের আগের রাত ৯ টায় হরতালের সমর্থনে মগবাজার রেলক্রসিংয়ের উত্তর পাশে তালতলা গলির মুখে হত্যার উদ্দেশ্যে গাড়িতে আগুন দেওয়া ও ২ জনকে অগ্নিদগ্ধ করার ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক(এস আই) শাহেদ আল মামুন বাদী হয়ে রমনা থানায় এ মামলা দায়ের করেন। উল্লেখ্য, অগ্নিদগ্ধ ফারুক ১ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

গত ২৭ জুন হরতালের পিকেটিং করার সময় গাড়ি ভাংচুর, পুলিশের কর্তব্য কাজে ও গাড়ি চলাচলে বাধাদান এবং পুলিশকে গলা টিপে হত্যা চেষ্টার অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় মবিন চৌধুরীকে এর আগেও এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

রিমান্ড শেষে ১ জুলাই তাকে আদালতে আনা হলে গুলশান থানার মামলায় শমসের মবিন চৌধুরী জামিন পান। পরে সন্ধ্যায় তাকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখানে হয়।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর আলী ১ জুলাই শমসের মবিন চৌধুরীর ৭ দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত মাত্র এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারক এসকে তোফায়েল হাসান রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

রমনা থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসসহ ৭ জনকে আসামি করা হয়। পরে জামায়াতের ৩ শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে এবং সর্বশেষ শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়।

এ মামলায় মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার দেখিয়ে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়াও এ মামলায় মীর্জা আব্বাসের ৫ দিনের রিমান্ড আবেদন শুনানির অপোয় আছে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।