ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যার মামলায় আদালতে নিজামী

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

ঢাকা: কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যার একটি মামলায় রোববার দুপুরে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীকে আদালতে হাজির করা হয়। আদালত আগামী ২ আগস্ট এ মামলার প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ দিয়েছেন।



মুখ্য বিচারিক হাকিম আদালতের হাকিম মো. তৈয়বুল হাসান এ দিন ধার্য করেন।

২০০৭ সালের ৩১ ডিসেম্বর জামায়াতের শীর্ষ নেতা নিজামী ও মুজাহিদসহ ৬০/৭০ জনের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোজাফফর আহমেদ খান।

মামলার বিবরণে বলা হয়, ১৯৭১ সালের ২৫ নভেম্বর কেরানীগঞ্জের ভাওয়াল খান বাড়িতে বাদীর আত্মীয় মুক্তিযোদ্ধা ওসমান গণিকে আসামিদের নির্দেশে আল বদর বাহিনী হত্যা করে।

গত ২৯ জুন ধর্মীয় অনুভ’তিতে আঘাতের মামলায় জামায়াতের তিন শীর্ষ নেতা নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গ্রেপ্তার করা হয়। পরের দিন ৩০ জুন এ মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাদের।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।