ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০

ঢাকা: যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সহতি দিবস (৭ নভেম্বর) পালন করছে বিএনপি। দিবসটি উপলক্ষে দলটি ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে।

নিয়েছে ব্যপক প্রস্তুতি।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার সকালে দলটির কেন্দ্রীয় কার্যলয়সহ দেশের বিভাগ, জেলা ও থানাসহ সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এরপর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
 
দুপুর ২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় অফিসের সামনে হবে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ। ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

প্রসঙ্গত, পরিবর্তিত রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে ১৯৭৭ সালে  সেনাবাহিনীর একটি বিদ্রোহী গ্রুপের হাতে বন্দি হন জিয়াউর রহমান। নভেম্বরে ৭ তারিখে সিপাহী-জনতার সম্মিলিত অভ্যুত্থানে মুক্ত হন তিনি। এরপর রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন জিয়া।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।