ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রস্তুতি নেওয়ার সময় নেই, নেমে পড়তে হবে: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০
প্রস্তুতি নেওয়ার সময় নেই, নেমে পড়তে হবে: মির্জা ফখরুল

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আর প্রস্তুতি নেওয়ার সময় নেই। নেমে পড়তে হবে।



৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সামনে কোনো বিকল্প নেই। ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছিলাম। ১৯৭৫ সালে দেশের এক বিশেষ মুহূর্তে সিপাহী-জনতার বিপ্লবে দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। প্রবর্তন করা হয়েছিলো বহুদলীয় গণতন্ত্র। ’

তিনি বলেন, ‘১৯৯০ সালে গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছিলো। এখন আবার সময় এসেছে। আন্দোলনের মাধ্যমে এ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। ’

মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ জিয়াউর রহমানের কণ্ঠে প্রথম স্বাধীনতার ঘোষণা শুনেছিলাম। দ্বিতীয়বার শুনেছিলাম ১৯৭৫ সালের ৭ নভেম্বর। ’

তিনি বলেন, ‘জিয়ার সবচেয়ে বড় অবদান জাতিকে ভাগ না করে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়া। তিনি এ কাজে সফল হয়েছিলেন। তিনি আমাদের দিয়েছিলেন মুক্তবাজার অর্থনীতি, বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় বিশ্বাস। ’

বর্তমান সরকার জিয়ার সব আদর্শ মুছে ফেললেও তার এসব সংস্কার মুছে ফেলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, ‘বিভিন্নভাবে বিভিন্ন পোশাকে আমাদের উপর একদলীয় বাকশাল চেপে বসেছে। এ থেকে পরিত্রাণের জন্য দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প কোনো পথ নেই। ’

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক সদরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাধারণ সম্পাদক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভি, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুস্তাহিদুর রহমান, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১০, নভেম্বর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।