ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদার বাড়ি ইস্যু রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০
খালেদার বাড়ি ইস্যু রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বিএনপি

ঢাকা: চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ইস্যু রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বিএনপি।

এ প্রসঙ্গে দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, ‘খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিস রাজনৈতিক ইস্যু হয়ে গেছে।

এটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। ’

শনিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের কারামুক্তি উপলক্ষে তার সঙ্গে শেরেবাংলানগরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

বস্তুত শুক্রবার খালেদা জিয়ার বাড়ি ইস্যুর ফায়সালা রাজপথে হবে বলে দলটির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ যে বক্তব্য দেন তারই ধারাবাহিকতায় খোন্দকার দেলোয়ারের এ বক্তব্য বিএনপির অবস্থান আরো স্পষ্ট করে তুলেছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে মানবিক দৃষ্টিকোণ থেকে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার যে আহবান জানিয়েছেন তার জবাবে বিএনপি মহাসচিব প্রশ্ন তোলেন, ‘বাড়ি ছাড়ার নোটিস কি মানবিক দৃষ্টিকোণ থেকে দিয়েছেন? এটা তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দিয়েছেন। ’

খালেদা জিয়া গভীর রাত পর্যন্ত অফিস করলে শেখ হাসিনার সমস্যা কোথায় প্রশ্ন তুলে খোন্দকার দেলোয়ার বলেন, ‘শেখ হাসিনা কোথায় যায়, কি করেন, আমরা তো সে প্রশ্ন করি না। ’

তিনি বলেন, ‘খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী, একটি বড় রাজনৈতিক দলের চেয়ারপারসন। তার অফিসে তিনি অফিসিয়াল কাজ করবেন এটাই স্বাভাবিক। ’

১৯৮১ সালে জিয়াউর রহমানের আমলে তাকে ধানমণ্ডির বাসায় মিলাদে যেতে দেওয়া হয়নি বলে যে অভিযোগ শেখ হাসিনা তুলেছেন তাও অস্বীকার করেন দেলোয়ার। তিনি বলেন, ‘শেখ হাসিনা এটা মিথ্যা বলেছেন। তারা মিথ্যা দিয়েই মানুষের দৃষ্টি অন্য দিকে সরানোর চেষ্টা করে। সব কছিুতেই তারা মিথ্যার আশ্রয় নেয়। ’

প্রসঙ্গত, গত ২৭ জুন দেশব্যাপী বিএনপির হরতাল চলাকালে মির্জা আব্বাসের বাসায় হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে গাড়ি পোড়ানো, পুলিশের কাজে বাধাদান, গাড়ি ভাঙচুর ও ফারুক হত্যাসহ ৮টি মামলা দেওয়া হয়। সাত মামলায় জামিন পেলেও ফারুক হত্যা মামলায় জামিন না পাওয়ায় তিন মাস বিলম্বিত হয় তার মুক্তি। অবশেষে আদালত ফারুক হত্যা মামলায়ও জামিন দিলে গত মাসে মুক্তি পান তিনি। তবে অসুস্থ থাকায় তখনই জিয়ার মাজার জিয়ারত করা হয়নি মির্জা আব্বাসের।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।