ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদার ছেলেদের বিচার বন্ধ করতেই কি হরতাল: সাহারা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১০
খালেদার ছেলেদের বিচার বন্ধ করতেই কি হরতাল: সাহারা

রাজবাড়ী : স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বিরোধীদলের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, যুদ্ধাপরাধের বিচার বন্ধ করতে নাকি খালেদা জিয়ার দুই ছেলের দুর্নীতির বিচার বন্ধ করতে ইস্যুবিহীন হরতাল ডাকা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকে শনিবার দুপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ প্রশ্ন তোলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ইস্যুবিহীন হরতাল ডেকে জনগণকে হয়রানির চেষ্টা করছে। তারা ভয় দেখিয়ে, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। কিন্ত জনগণ এই হরতাল প্রত্যাখ্যান করেছে।

মন্ত্রী জানান, শিগগিরই চিহ্নিত যুদ্ধাপরাধীরা বিচার করা হবে। যুদ্ধাপরাধের বিচার করা বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রাইব্যুনাল গঠন, আইনজীবী এবং তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তদন্ত সংস্থা আনুষ্ঠানিক অভিযোগ পেশ করার পরই যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খাতুন এমপি, রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুুল হাকিম।

সভায় বক্তব্য রাখেন র‌্যাব-৮ বরিশাল অঞ্চলের অধিনায়ক লেঃ কর্নেল মুনীর, রাজবাড়ীর পুলিশ সুপার আইনুল বারী, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, হাসান ইমাম চৌধুরী,আবুল কালাম আজাদ, হাসান আলী বিশ্বাস, পৌর মেয়র  মোহাম্মদ আলী চৌধুরী, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট গণেশ নারায়ণ চৌধুরী, চেম্বার সভাপতি কাজী এরাদত আলী প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী পরে রাজবাড়ীর পাংশায় নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করেন এবং স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক কর্মীসভায় যোগ দেন।

এর আগে সকালে সার্কিট হাউজে তিনি দলীয় নেতাকর্মী ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময় ১৬৩৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।