ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মবিনের মুক্তি দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

ঢাকা: মুক্তিযুদ্ধের সফল সংগঠক সাবেক পররাষ্ট্র সচিব ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এম শমসের মবিন চৌধুরী বীরবিক্রমের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে আজ এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

জাতীয় প্রেসকাবের সামনে শনিবার সকাল ১১টায় আয়োজিত এই মানববন্ধনে বক্তারা শমসের মবিন চৌধুরীর দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, তিনি শুধু সিলেটের নন, বাংলাদেশের সম্পদ।

পররাষ্ট্র সচিব হিসেবে বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক বজার রাখতে তিনি যথেষ্ট অবদান রেখেছেন।

তাকে রিমান্ডে নেওয়ায় সরকারের কাছে প্রশ্ন রেখে বক্তারা বলেন, কোন বিবেচনায়  একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে গাড়ি ভাঙচুরের মিথ্যা মামলায় রিমান্ডে নেওয়া হলো?

তাকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা জানান।

শাম্মী আকতার এমপির নেতৃত্বে কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ অনেকে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।