ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ফারুক হত্যার প্রতিবাদে আ’ লীগের দুই দিনের কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জুলাই ২, ২০১০

ঢাকা : হরতালে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। শনিবার দেশব্যাপী মহানগর ও জেলা এবং ৪ জুলাই রোববার উপজেলা পর্যায়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।



এই কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প থেকে আহ্বান জানানো হয়েছে। শুক্রবার আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুনের হরতালকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্যকর, নাশকতামূলক পরিস্থিতির সৃষ্টি করে। হরতালের আগের রাতে বোমাবাজি, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতংক ছড়িয়ে তারা অসৎ, হীন, রাজনৈতিক স্বার্থ উদ্ধারের পাঁয়তারা চালায়। ট্যাক্সি ক্যাবে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে ফারুক হোসেন ও সুমন নামের দু’জন মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। গত বুধবার রাতে ফারুক হোসেনের মৃত্যু হয়।  

হত্যা, সন্ত্রাস, বোমাবাজি, দেশ ও গণতন্ত্র বিরোধী সর্বোপরি যুদ্ধাপরাধীদের বিচারে বাধা সৃষ্টির ন্যক্কারজনক কর্মকাণ্ডের প্রতিবাদে ও আইনানুগ বিচারের দাবিতে এ কর্মসূচির দেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর আওয়ামী লীগ বিক্ষোভ-সমাবেশের আয়োজন করেছে। শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে এ বিক্ষোভ-সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও সংসদ ্উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ সিনিয়র মন্ত্রী ও দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন এ তথ্য জানান।

বাংলাদেশ সময় ১৮.১৫ ঘন্টা, জুলাই ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।