ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মুজাহিদ, সাঈদীর জিজ্ঞাসাবাদ চলছে, গুরুত্ব পাচ্ছে জেএমবি প্রসঙ্গ

সিনিয়র করেসপণ্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জুলাই ২, ২০১০

ঢাকা: পল্টন থানার একটি মামলায় রিমান্ডে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ।

জিজ্ঞাসাবাদে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির কার্যক্রমে জামায়াত নেতাদের সম্পৃক্ততার দিকগুলো বের করার চেষ্টা চলছে বলে সূত্র জানিয়েছে।

   

জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করে সূত্র জানায়, জেএমবি নেতা বাংলা ভাই ও তার দলের জঙ্গি তৎপরতার সঙ্গে অপর একটি রাজনৈতিক দলের সম্পৃক্ততার বিষয়টি জানতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।    

পল্টন থানার মামলায় তিন দিনের রিমান্ডের ২য় দিনে আজ শুক্রবার আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে জুমার নামাজ ও খাবার বিরতি দেয়া হয়। বিকেল সাড়ে তিন টা থেকে আবার দু’জনকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

রাত সাড়ে ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় নেতাকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

বাংলাদেশ সময় ২১৫২ ঘণ্টা, জুলাই ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad