ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণে উস্কাচ্ছেন খালেদা: সাজেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০
সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণে উস্কাচ্ছেন খালেদা: সাজেদা

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরী অভিযোগ করেছেন, সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণ করতে উস্কানি দিচ্ছেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া।

শনিবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে খালেদা জিয়া ও তার পুত্র তারেক জিয়ার ধ্বংসাত্মক রাজনীতির প্রতিবাদে যুবলীগের আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।


 
সাজেদা চৌধুরী বলেন,  ‘তিনি (খালেদা) সব সময়ই চান সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করুক। আর উনাকে তখ্ন তাউসে বসাক। এজন্য তিনি সব সময়ই সেনাবাহিনীকে উস্কানি দিয়ে যাচ্ছেন। ’

তবে সেনাবাহিনী আর এই ভুল করবে না জানিয়ে তিনি বলেন, ‘আদালতের রায়ে জিয়াউর রহমানের ক্ষমতা দখল অবৈধ হয়ে গেছে। আদালত তার সব কিছু বাতিল করে দিয়েছে। ’

সাজেদা চৌধুরী আরও অভিযোগ করে বলেন, ‘রূপগঞ্জে সেনাবাহিনীর জমি কেনা নিয়ে লোকজনকে উস্কানি দেওয়া হয়েছে। কেউ যদি কোথাও ব্যক্তিগতভাবে জমি কিনতে চায়, তাহলে কি কিনতে পারবে না?’ অথচ তারা সেখানে উস্কানি দিয়ে লোক মেরেছে। এখন আন্দোলনে নেমেছে। ’

তিনি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের নামে জিয়া কারফিউ-গণতন্ত্র চালু করেছিল। সেনা সদস্যদের হত্যা করেছে। আমাদের জেলে পাঠিয়ে নেতা-কর্মীদের উপর অনেক অত্যাচার করেছে। এর বিচার হবে না?’

নিজেই এর উত্তর দিয়ে বলেন, ‘এর বিচার হবে। তারপর ক্ষমতায় আসেন। ’

চার দলীয় জোট সরকারের আমলে চিহ্নিত যুদ্ধাপরাধীদের মন্ত্রী করায় খালেদা জিয়ারও বিচার দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘যারা যুদ্ধাপরাধীদের গাড়িতে-বাড়িতে পতাকা তুলে দিয়েছে, তাদের বিচার হবে না? হতে হবে। ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে যারা বেঈমানি করেছে তাদেরও বিচার হবে। আমরা জানি তাদের বিচার কীভাবে করতে হয়। ’

খালেদা জিয়া রাত তিনটা পর্যন্ত তার গুলশানের অফিসে বসে ষড়যন্ত্র করেন বলে অভিযোগ করে সাজেদা বলেন, ‘উনি রাত তিনটা পর্যন্ত অফিসে থাকেন। এত রাতে অফিসে কী করেন? অফিসে বসে ষড়যন্ত্র হয়। ’

তিনি আরও বলেন, ‘বিডিআর বিদ্রোহের দিন তিনি (খালেদা) কালো গাড়িতে চড়ে পালিয়ে গিয়েছিলেন। যে জাতির দুঃসময়ে পালিয়ে যায় সে জাতির নেতৃত্ব দিতে পারে না। ’

তিনি বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে দিয়ে বলেন, ‘সারা দেশ ঘুরে কোথাও মানুষের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের আওয়াজ পেলাম না। কিন্তু বিএনপির মহাসচিব পবনের বাপ (খোন্দকার দেলোয়ার) ঘুমিয়ে থেকে মধ্যবর্তী নির্বাচন দাবি করে। ’

খালেদা জিয়ার ছেলে কোকোর প্যারোল সম্পর্কে তিনি বলেন, ‘কোনও আইনে নাই, প্যারোলের সময় বাড়ানোর। তাকে দেশে আসতেই হবে। ’

সাজেদা চৌধুরী রাজাকারদের তালিকা তৈরির জন্য যুবলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা এলাকায় এলাকায়, পাড়া মহল্লায় ঘাপটি মেরে থাকা রাজাকারদের তালিকা তৈরি করে নেত্রীর কাছে পাঠান। কোথায় লুকিয়ে আছে, ওদের ধরে আনেন। বেশি মিটিং, মিছিল করে লাভ নেই। ’

তিনি বলেন, ‘আমরা কোনও ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না। যুবলীগকে নিয়ে প্রয়োজনে আবার মাঠে নামব। মুক্তিযুদ্ধ শেষ হয়নি। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে এ যুদ্ধ আবারো শুরু হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলছে, চলবে। ’

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।