ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বাংলাদেশ মৃত্যুর জনপদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০
বাংলাদেশ মৃত্যুর জনপদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই দেশ মৃত্যুর জনপদে পরিণত হয়েছে। মনে হচ্ছে হায়েনার দল দেশ গ্রাস করে ফেলবে।

এ অবস্থা থেকে জেগে উঠতে সকলকে সংঘবদ্ধ হতে হবে। ’

শনিবার বিকেলে নয়াপল্টনের ভাসানি মিলনায়তনে সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

সংগঠনটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ছাড়াও জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

মির্জা ফখরুল বলেন, ‘এ সরকারের ব্যর্থতায় দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। তারা সাংবিধানিক সংকটও তৈরি করে রেখেছে। নাটোরে বাবু হত্যা, সিরাজগঞ্জে সমাবেশে ট্রেন উঠিয়ে দিয়ে বিএনপির নেতাকর্মী হত্যা ও ইভটিজিংয়ের প্রতিবাদকারী শিক্ষক মিজান হত্যাসহ যেভাবে সন্ত্রাসী বাহিনী দিয়ে একের পর এক হত্যা করা হচ্ছে-এভাবে দেশ চলতে পারে না। এ থেকে পরিত্রাণের জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ’

তিনি বলেন, ‘যখন নাটোরে বাবু হত্যা হয়, তখন প্রধানমন্ত্রী বলেন- ডালমে কুছ কালা হ্যায়। এরপর ওখানকার প্রশাসন কি আর খুনিদের গ্রেপ্তার করে?’

বিচারবিভাগ ও প্রশাসনসহ সর্বক্ষেত্রেই দলীয়করণ চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘ওয়ান-ইলেভেনের পর যখন নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয় তখন জনগণ আশা করেছিল দেশে স্থিতিশীলতা আসবে। কিন্তু সরকার নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করায় জনগণের মধ্যে যে আশা-আকাঙ্খা ছিল তা চুরমার হয়ে গেছে। ’

সারাদেশে যে খুন, নির্যাতন, লুটপাট চলছে সেসবের খবর প্রধানমন্ত্রীর কানে কেনো যাচ্ছে না প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, ‘সরকার যেন কানে তুলো দিয়ে বসে আছে। ’

সরকারের বিরুদ্ধে জনতা ও শ্রমিকদের জেগে ওঠার আহবান জানিয়ে তিনি বলেন, ‘শ্রমিকদের সমস্যা সমাধানে আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করবো। ’

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না বলে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার সূত্র ধরে তাকে পদত্যাগের আহবানও জানান ফখরুল।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।