ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনাল ‘দুর্বল’: রাশেদ খান মেনন

তপন চক্রবর্তী ও রমেন দাশগুপ্ত | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০
যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনাল ‘দুর্বল’: রাশেদ খান মেনন

চট্টগ্রাম: যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনালকে ‘দুর্বল’ বলে মনে করেন মহাজোটের অন্যতম শীর্ষ নেতা, ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন।

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে ধীরগতির সৃষ্টি হয়েছে।



মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল তাহেরকে নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে শুক্রবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে বাংলানিউজে তিনি এ কথা বলেন তিনি।

শিা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বাংলানিউজকের সঙ্গে আলাপচারিতায় যুদ্ধাপরাধীদের বিচার, জাতীয় সম্পদ রা, সরকারের কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে তার দলের অবস্থান তুলে ধরেন।

জাতীয় সম্পদ নিয়ে দলের অবস্থান তুলে ধরে মেনন বলেন, ‘তেল, গ্যাসসহ খনিজ সম্পদ রায় ওয়ার্কাস পার্টির প থেকে সংসদে বিল এনেছি। সেখানে সুস্পষ্টভাবে বলেছি দেশের চাহিদা না মিটিয়ে গ্যাস বিদেশে রপ্তানি করা যাবেনা। ’

দেশের জাতীয় সম্পদ যাতে কেউ বিদেশীদের হাতে তুলে দিতে না পারে সেজন্য তার দল সবসময় সতর্ক থাকবে বলে জানান মেনন।

জানুয়ারি মাসে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবে এমন ইঙ্গিত করে তিনি বলেন, ‘অভিজ্ঞতার অভাবের কারণেই যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনাল দুর্বলভাবে ও ধীরগতিতে চলছে। এ বিচার বন্ধে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন শক্তির চাপ সৃষ্টি করছে। সে চাপ মোকাবেলায় ট্রাইবুনালের সদস্য সংখ্যা বাড়াতে হবে এবং বিশেষজ্ঞদের যুক্ত করতে হবে। ’

মহাজোটে যোগ দেওয়ার উদ্দেশ্য সফল হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘বিএনপি-জামায়াতের দুঃশাসন, দুর্নীতি, দুর্বৃত্তায়নের হাত থেকে দেশের জনগণকে মুক্তি দিতে পেরেছি। ধর্মনিরপে, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ গঠন হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারে পদপে নেওয়া হচ্ছে। সংবিধান থেকে অগণতান্ত্রিক ধারা বাদ দেওয়ার জন্য সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিষয়কে আমরা সাফল্য হিসেবে দেখছি। ’

সরকারের ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে। এছাড়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, ছিনতাই এখনো চলছে। বারবার ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও তা এখনও বন্ধ হয়নি। ’

বিদ্যুৎ প্রসঙ্গে ওয়ার্কাস পার্টির সভাপতি বলেন, ‘বিএনপি-জামায়াতের শাসনামলে এবং পরবর্তী সময়ে গত সাত বছর ধরে গ্যাসের উৎপাদন বাড়াতে কোনো পদপে নেওয়া হয়নি। এরপরও সরকার দেড় হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ করেছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। ’

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।