ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ফারুক হত্যার প্রতিবাদে শনিবার আ. লীগের সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, জুলাই ২, ২০১০

ঢাকা : হরতালে যানবাহনে অগ্নি সংযোগ, ভাঙচুর এবং আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আগামীকাল শনিবার বিক্ষোভ-সমাবেশে কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।



বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও সংসদ ্উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এছাড়াও সমাবেশে সিনিয়র মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, হরতালের নামে অগ্নিদগ্ধ করে ফারুককে হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় ১৮১৫ ঘন্টা, জুলাই ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।