ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

একই স্থানে বিএনপি ও যুবলীগের সমাবেশ: শৈলকুপায় ১৪৪ ধারা

আসিফ ইকবাল কাজল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১০

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে একই স্থানে একই সময়ে বিএনপি ও যুবলীগ সমাবেশ ডাকায় শৈলকুপা প্রশাসন শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।

শুক্রবার রাত ৯টায় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজমুল হক ১৪৪ ধারা জারির আদেশ দেন।



শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, শনিবার বিকেল ৩টায় ভাটই বাজারে সমাবেশ ডাকে বিএনপি। একই স্থানে ও একই সময়ে শৈলকুপা যুবলীগের প থেকেও সমাবেশ ডাকা হয়।   এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজমুল হক বাংলানিউজকে জানান, ভাটই বাজারে শান্তি ভঙ্গের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর শৈলকুপার শেখপাড়া বাজারে একই সময়ে আওয়ামী লীগ ও যুবদল সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।