ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

অস্তিত্ব রক্ষায় সরকার বোমার রাজনীতি শুরু করেছে: মকবুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১০
অস্তিত্ব রক্ষায় সরকার বোমার রাজনীতি শুরু করেছে: মকবুল

ঢাকা: অস্তিত্ব রক্ষার জন্যই সরকার বোমার রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।

শুক্রবার সন্ধ্যায় মগবাজারস্থ আলফালাহ মিলনায়তনে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


 
মকবুল আহমাদ বলেন, ‘সরকার শহীদের দোয়ার মাহফিল থেকে জামায়াত নেতাদের গ্রেপ্তার করছে। জেলে আটকে রাখতে দিচ্ছে মিথ্যা মামলা। বোমাবাজির সঙ্গে জড়িত করছে জামায়াত নেতাদের। সরকারের এ খেলা বেশিদিন চলবে না। ’

ধৈর্য ও সাহসিকতার সঙ্গে দলীয় নেতাকর্মীদের ময়দানে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ভীত হওয়ার কিছু নেই। নিজেদের অস্তিত্ব রক্ষায় সরকার বোমার রাজনীতি শুরু করেছে। ’

মকবুল আহমদ বলেন, ‘কোনো আদর্শ প্রতিষ্ঠা করতে হলে ত্যাগ ও কোরবানির নজরানা পেশ করতে হয়। ’

তিনি বলেন, ‘মিয়ানমারে বিরোধী দলের নেতা অংসান সুচি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ১৫ বছর ধরে গৃহবন্দি আছেন। এর মধ্যে কোনো ধর্মীয় অনুভূতি কাজ করেনি। আমরা তো আল্লাহ’র দীন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়েছি। ’

তিনি সরকারের বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো শক্তিই জামায়াতের অগ্রযাত্রাকে রোধ করতে পারবে না। ’

ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির এএইচএম হামিদুর রহমান আযাদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক একেএম নাজির আহমদ, ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুস শহীদ নাসিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।