ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সুরঞ্জিত সেনগুপ্তের অবস্থা স্থিতিশীল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ল্যাব এইড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক বরেণ চক্রবর্তী বাংলানিউজকে এ কথা জানান।



বুধবার সকালে হাসপাতালে ভর্তি হওয়া সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থা বিকেলের দিকে কিছুটা উন্নতি হয়।

চিকিৎসকরা তার ই টি (ইলেকট্রো টিজোলজি) ও হৃদযন্ত্রে পেস মেকার বসানোর পরামর্শ দিয়েছেন।

সুরঞ্জিতের চিকিৎসার জন্য গঠিত ৫ সদস্যের মেডিকেল বোর্ড বুধবার সন্ধ্যায় এ পরামর্শ দেন।

বরেণ চক্রবর্তী আরও জানান, সুরঞ্জিত সেনগুপ্তকে সিসিইইউতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি বলেন, ‘তিনি (সুরঞ্জিত) এখনও সিদ্ধান্ত নেননি কোথায় অপারেশনগুলো করাবেন। ’

দীর্ঘ দিন ধরেই সুরঞ্জিত সেনগুপ্ত হৃদরোগে ভুগছেন। ৫ বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে হৃদপিণ্ডে অস্ত্রোপচার করিয়েছিলেন। গত দু’ বছর আগে ভারতেও একই চিকিৎসা করিয়েছেন।  

সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদার বাংলানিউজকে জানান, ‘শনিবার পর্যন্ত তিনি (সুরঞ্জিত) হাসপাতালে থাকতে পারেন। ’

উল্লেখ্য, বুধবার ভোরে হৃদকম্পন অনিয়মিত হওয়ায় অসুস্থ হয়ে পড়া সুরঞ্জিত সেনগুপ্তকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময় ১০.৪৫, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।