ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার হবে: শিবির সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার হবে: শিবির সভাপতি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের বিচার করার হুমকি দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম।

পল্টন দিবস (২৮ অক্টোবর) উপলে বৃহস্পতিবার জাতীয় প্রেসকাবে জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুমকি দেন।



প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে রেজাউল করিম বলেন, ‘আপনি মতা ছাড়ুন। আপনার জন্য পিলখানা ও পল্টন ময়দানের বিচার অপো করছে। আপনি সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ করেছেন। কত ধানে কত চাল তা সময় হলে দেখবেন। এক মাঘে শীত যায় না। বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জেনে রাখুন, বিশেষ ট্রাইব্যুনালে আপনাদের বিচার করা হবে। ’

সভা শেষে ছাত্রশিবির সভাপতিকে আটকের চেষ্টা করে পুলিশ। তবে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ঢাকা মহানগর জামায়াতের আমির হামিদুর রহমান আযাদ এমপি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।