ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

গণতদন্ত কমিশন সিরাজগঞ্জ যাচ্ছে শুক্রবার: অঙ্গিকার নিরপেক্ষ তদন্তের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

ঢাকা: ট্রেন দুর্ঘটনার নিরপেক্ষ তদন্তের অঙ্গিকার নিয়ে শুক্রবার সিরাজগঞ্জ যাচ্ছে গণতদন্ত কমিশন।

কমিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কমিশন।
 
সংবাদ সম্মেলনে গণতদন্ত কমিশনের প্রধান সুপ্রীম কোর্ট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন কমিশনের সম্ভাব্য কর্মসূচি তুলে ধরেন।

এ সময় জাতীয় প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদ ও ঢাকা আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট ছানাউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক বক্তব্যে প্রভাবিত হবো না। আমরা সঠিক ও সুষ্ঠু তদন্ত করবো। ’

তিনি বলেন, ‘আমরা এমন তদন্ত রিপোর্ট তৈরি করবো যাতে মানুষ সঠিক ও সত্য ঘটনা জানতে পারে। ’

তিনি আরো বলেন, ‘দলীয়ভাবে এ তদন্ত করবো না। এটা হবে নিরপেক্ষ, সুষ্ঠু, সঠিক ঘটনার তদন্ত। আমরা দায়িত্বশীলভাবেই সঠিক কাজ করবো। ’

অ্যাডভোকেট মাহবুব হোসেন জানান, তদন্ত দল ঢাকা থেকে রওয়ানা হবে সকাল ৭টায়। সকাল ১১টার মধ্যে সিরাজগঞ্জে পৌঁছবেন তারা।

তিনি জানান, সিরাজগঞ্জ পৌঁছে প্রত্যক্ষদর্শী, রেল কর্মচারী ও স্থানীয় প্রশাসনের বক্তব্য নেবে তদন্ত দল। দুর্ঘটনার পর ট্রেন কেনো থামলো তারও কারণ অনুসন্ধান করবেন তারা।

এরপর সত্য ও নিরপেক্ষ রিপোর্ট তৈরি করে তা তুলে দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে। খালেদা জিয়া জাতির সামনে তা প্রকাশ করবেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।