ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বিদেশ যেতে বাধা নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

ঢাকা: সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বিদেশ যেতে কোনো বাধা নেই।

তাছাড়া তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হবে এই মর্মে সরকারের পক্ষ থেকে কোনো আদেশও জারি করা হয়নি।



বৃহস্পতিবার এ বিষয়ে খন্দকার মাহবুব হোসেনের করা এক রিটের শুনানিতে অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এম কে রহমান আদালতকে এ তথ্য জানান।

বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত অ্যার্টনি জেনারেল জানিয়েছেন, কাউকে বিদেশ যেতে বাধা দেওয়া হবে এ ধরনের কোনো তালিকাও তৈরি হয়নি। তাছাড়া খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে এ ধরনের কোনো আদেশও দেওয়া হয়নি।

পরে সাংবাদিকদের একথা জানিয়েছেন খন্দকার মাহবুব হোসেনের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

তিনি জানান, গত ১৭ সেপ্টেম্বর দৈনিক আমার দেশ-এ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ বিরোধী দলের ৭০ নেতাকর্মীকে বিদেশ যেতে বাধা এ দেওয়া হতে পারে- এমন সংবাদ প্রকাশিত হয়।

তিনি আরও জানান, এর পরিপেক্ষিতে খন্দকার মাহাবুব হোসেনকে যেন বিদেশ যেতে বাধা দেওয়া না হয় এ মর্মে গত সপ্তাহে রিট আবেদন করা হয়। এ বিষয়ে সরকারের অবস্থান জানাতে অ্যার্টনি জেনারেলের অফিসকে আদেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।