ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজনৈতিক হস্তক্ষেপ কৌশলে উপেক্ষা করুন: সৈয়দ আশরাফ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
রাজনৈতিক হস্তক্ষেপ কৌশলে উপেক্ষা করুন: সৈয়দ আশরাফ

কুষ্টিয়া: রাজনৈতিক হস্তক্ষেপ কৌশলে উপেক্ষা করে সরকারি কর্মকর্তাদের কাজ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, ‘কাজ করতে গেলে অনেক সময় রাজনৈতিক হস্তক্ষেপ আসতে পারে।

তবে সেগুলোকে কৌশলে উপেক্ষা করে কাঙ্ক্ষিত লক্ষে এগিয়ে যেতে হবে। ’

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউস সভাকে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সৈয়দ আশরাফ একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ভিশন-২০২১ বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের গুরুরত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে যত বাধাই আসুক তা উপেক্ষা করতে হবে। ’

এজন্য কোনো অজুহাত বা কোনো গাফিলতি বরদাশত করা হবে না সাফ জানিয়ে দেন তিনি।

সৈয়দ আশরাফ আরও বলেন, ‘জনগণ মহাজোট সরকারকে ভোট দিয়েছেন নির্বাচনী ইশতেহার দেখে। সেই ইশতেহার বাস্তবায়নে অগ্রণী ভূমিকা আপনাদেরকেই রাখতে হবে। ’

কুষ্টিয়ার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরে মন্ত্রী কর্মকর্তাদের কথা শুনেন এবং তাদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারারণ সম্পাদক ও শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুব-উল আলম হানিফ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক এমপি, কুষ্টিয়ার পুলিশ সুপার একরামূল হাবিব প্রমুখ।

বিকেল ৩টায় কুষ্টিয়ার মিরপুরে এক স্মরণ সভায় বক্তব্য রাখবেন সৈয়দ আশরাফুল।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।