ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

খালেদার সঙ্গে ইতালির বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মিস মারিয়া ইতালিও মাতাতুসি বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ইতালির হাইকমিশনারের এটা ছিল বিদায়ী সৌজন্য সাক্ষাৎ।



সাক্ষাতকালে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
 
এ সময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।