ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিংড়ায় পুলিশের বাধায় পণ্ড বিএনপির মিছিল-সমাবেশ

আল মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

নাটোর: বনপাড়ায় উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যার বিচার দাবি ও সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বুধবার নাটোরের সিংড়ায় আয়োজিত বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

সিংড়া উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, বুধবার সকাল পৌনে ১১টার দিকে সিংড়া শহরের কোর্টমাঠস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে দলীয় নেতাকর্মীরা।

এসময় পুলিশ পার্টি অফিসের সামনেই তাদের বাধা দেয়। পুলিশের বাধা পেয়ে মিছিল সামনে যেতে না পারায় সেখানেই বক্তব্য রাখেন সিংড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মন্টু।
 
তবে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুর রহমান বাংলানিউজকে জানান, বিএনপির মিছিলে তারা বাধা দেননি। আইনশৃংখলা রক্ষার্থে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকায় বিএনপি নেতা-কর্মীরাই মিছিল নিয়ে সামনে এগুয়নি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।