ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জামায়াতের বিরুদ্ধে শিগগির মাঠে নামবে আ. লীগ: হানিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুলাই ১, ২০১০

ঢাকা: সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার হওয়া নিজামী-মুজাহিদ-সাঈদীকে মুক্ত করতে জামায়াতের যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে কর্মসূচি দিয়ে অতি দ্রুত মাঠে নামবে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুব-উল-আলম হানিফ বৃহস্পতিবার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে এ কথা জানিয়েছেন।



হানিফ বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আইনের প্রতি শ্রদ্ধাশীল। গ্রেফতার হওয়া জামায়াত নেতা নিজামি-মুজাহিদ-সাঈদী আইনকে ও আদালতকে অবজ্ঞা করেছেন। ’

তিনি বলেন, ‘জামায়াতের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, মামলা আছে। তার ভিত্তিতেই তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। জামায়াত যদি ভেবে থাকে যে, এই তিন নেতাকে বাঁচাতে তারা অপতৎপরতা চালাবে, অরাজকতা সৃষ্টি করবে তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ’

তিনি বলেন, ‘এ ধরনের তৎপরতার বিরুদ্ধে আওয়ামী লীগ অতি দ্রুত নিয়মতান্ত্রিক কর্মসূচি নিয়ে মাঠে নামবে। সভা সমাবেশের মাধ্যমে যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সর্বস্তরের জনগণকে উদ্বুদ্ধ করা হবে। ’

বাংলাদেশ সময় ২১৩১ ঘণ্টা, জুলাই ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।