ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ঝিনাইদহে বিএনপি সমর্থিত কাউন্সিলরের হাতে প্রকৌশলী লাঞ্ছিত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় বিএনপি সমর্থিত পৌর কাউন্সিলর নাজির উদ্দীনের হাতে সহকারী প্রকৌশলী তসলিম উদ্দীন লাঞ্ছিত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ৩টার সময় শৈলকুপা পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে।



পৌর কাউন্সিলর নাজির উদ্দীন ভল্টা প্রকৌশলীকে শুধু মারধর করেই ্যান্ত হন নি, বরং তিনি প্রকৌশলীর অফিস টেবিলের গ্লাসও ভাঙচুর করেছেন।

এ বিষয়ে লাঞ্ছিত প্রকৌশলী তসলিম উদ্দীন বাংলানিউজকে জানান,  ‘শৈলকুপার বাদেপাড়া গ্রামে মাটির রাস্তা সংস্কার কাজের জন্য কাউন্সিলর নাজির উদ্দীন ভল্টাকে একটি প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়। প্রকল্পে ৪০ হাজার টাকা বরাদ্দ ছিল। কিন্তু তিনি কাজ না করেই মাস্টার রোল জমা দেন। ’

তিনি জানান, ‘মাস্টাররোল অনুমোদন না করায় বেলা সাড়ে ৩টার সময় কাউন্সিলর নাজির প্রকৌশলী তাসলিমকে আমার দপ্তরে ঢুকে গালিগালাজ করেন।

এ সময় কাউন্সিলরের কথার প্রতিবাদ করলে নাজির উদ্দীন আমাকে কিলঘুষি মেরে আহত করেন। কাউন্সিলরের হাতের থাবায় টেবিলের গ্লাসও ভেঙে যায়। ’

বিষয়টি তিনি পৌরসভার মেয়রকে লিখিতভাবে জানিয়েছেন।

এ ব্যাপারে শৈলকুপা পৌরসভার মেয়র মো. খলিলুর রহমান জানান, ‘ঘটনার সময় তিনি পৌরসভায় ছিলেন না। তবে প্রকৌশলীকে মারধরের ঘটনা তিনি শুনেছেন। মেয়র জানান, ‘অভিযোগ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ’

বিষয়টি নিয়ে কমিশনার নাজির উদ্দীন ভল্টার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।