ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিরাজগঞ্জে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০
সিরাজগঞ্জে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবেন খালেদা

ঢাকা : সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ও আহতদের পরিবার ও মেধাবী ছাত্রদের আর্থিক সহায়তা দেবে বিএনপি।
 
চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সোমবার রাতে এ আর্থিক সাহায্য বিতরণ ও শোকাহত পরিবারগুলোকে শান্ত্বনা দেওয়া হবে।



বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য করবেন। চেয়ারপারসনের কার্যালয়ের অফিস সূত্রে জানা যায়, ট্রেনে দুর্ঘটনায় স্বজনহারা পরিবারের সদস্যরা ঢাকায় এসে পৌঁছেছেন। তারা সোমবার সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হবেন।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়েদাবাদ এলাকার রেললাইনের পাশে নাজির উদ্দিন জেহাদের স্বরণে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়া। সমাবেশ শুরুর আগে ৩টা ২০ মিনিটে ট্রেনে চাপা পড়ে ৭ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়। ট্রেনে চাপা পড়ে নিহত ও আহতরা সকলেই সমাবেশে আগত বিএনপির নেতা-কর্মী।

বাংলাদেশ সময় : ২৩৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।