ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

২ ফারুক হত্যা মামলারই আসামি ৩ জামায়াত নেতা

হাসান জামিল শিশির | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, জুলাই ১, ২০১০

ঢাকা: ছাত্রলীগ নেতা ফারুক হত্যা মামলা ও অগ্নিদগ্ধ ফারুক হোসেন হত্যা মামলা- দুটিরই আসামি করা হয়েছে জামায়াতের শীর্ষ নেতা নিজামী,  মুজাহিদ ও সাঈদী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যা মামলায় জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি  জেনারেল আলী আহসান মোহম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে আসামি করা হয়।

গত বুধবার ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর পর তিন দিনের রিমান্ডও মঞ্জুর করেছেন আদালত।

এদিকে, হরতালের আগের দিন গত ২৬ জুন সন্ধ্যায় হরতাল সমর্থকরা গাড়িতে আগুন ধরিয়ে দিলে অগ্নিদগ্ধ ফারুক হোসেন গতকাল বুধবার রাত দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মারা যান।

এতে রমনা থানায় দায়ের করা হরতালে বিশৃংখলা সৃষ্টিসহ গাড়ি পোড়ানো সংক্রান্ত মামলাটিও এখন ‘ফারুক হত্যা’ মামলায় রূপ নিয়েছে বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে নিশ্চিত করেছেন রমনা থানার অফিসার ইনচার্জ শিবলী নোমান।

এ মামলাতেও মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার  হোসাইন সাঈদীকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২৭ ঘণ্টা, ০১ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।