ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মুক্তাঙ্গনে ২৮ অক্টোবর আবারও বিক্ষোভ বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০
মুক্তাঙ্গনে ২৮ অক্টোবর আবারও বিক্ষোভ বিএনপির

ঢাকা: আবারও মুক্তাঙ্গনে বিক্ষোভ পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ২৮ অক্টোবর ওই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।



বিভাগীয় পর্যায়ে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ২৮ অক্টোবর মুক্তাঙ্গনে বিক্ষোভ পালনের ঘোষণা দেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির বরাদ্দ ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিল, নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যা, সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেন পোড়ানোর ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা ও ব্যাপক ধরপাকড়, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ, প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার, বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-মামলা-নির্যাতন, খুন-গুম ইত্যাদির প্রতিবাদে বিএনপি এই বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছে।

খোন্দকার  দেলোয়ার তার বক্তব্যে বলেন, ‘এ সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। বিএনপি জনগণের স্বার্থে এখন আর বসে থাকতে পারে না। জনগণকে সঙ্গে নিয়েই এখন সরকার পতনের আন্দোলন করতে হবে। ’

মঙ্গলবার এক অনুষ্ঠানে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক এর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এ সরকার যে আদালতের ওপর হস্তক্ষেপ করছে তা তার বক্তব্যের মাধ্যমে দেশবাসী বুঝতে পেরেছে।   দেশে এখন আইনের শাসন নেই। ন্যায়বিচার থেকে মানুষ বঞ্চিত। ’

বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অত্যাচার  বন্ধের আহবান জানিয়ে তিনি বলেন, ‘সরকার খালেদা জিয়ার বাড়ি ও কোকোর প্যারোল বাতিল করে গণতান্ত্রিক আচরণ করছে না। গত ২২ মাসে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, মিথ্যা মামলা ছাড়া কিছুই দিতে পারেনি। ’  

বিএনপির ভাইসচেয়ারম্যান ও ঢাকা সিটি কর্পোরেশন মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।