ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিরাজগঞ্জের ঘটনায় বিএনপির আরও ২ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেন ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও সরকারি লোকজনদের মারধরের মামলায় বুধবার ভোরে বিএনপির দুই নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সিরাজগঞ্জের কাজিপুর ও বেলকুচি উপজেলা সদরে আলাদা অভিযানে যুবদল ও ছাত্রদলের ওই দু’জনকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন- কাজিপুর পৌরসভার ২ নং ওয়ার্ড যুবদল সভাপতি মো. ফরিদুল হক (৩২) ও বেলকুচি উপজেলার চালা গ্রামের ছাত্রদল কর্মী মো. সেলিম রেজা (৪০)।
কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার জিআরও (সরকারি রেকর্ড কর্মকর্তা) ইসমত আরা জানান।

এদিকে পুলিশী হয়রনি ও গণগ্রেফতারের ভয়ে ছাত্রদল, যুবদল ও বিএনপি’র অনেক নেতা-কর্মীই গা ঢাকা দিয়েছে। জেলার সবগুলো উপজেলাতেই একই চালচিত্র।

বাংলাদেশ সময় : ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।